Ads

মিডিয়াম রেঞ্জের বাজেটের ভিতরে মোবাইল ফোন লঞ্চ বা রিলিজ করার জন্য Redmi কোম্পানিটির ভূমিকা অনেক উপরে। কারণ রেডমি কোম্পানির বেশিরভাগ স্মার্ট ফোন গুলোই মিডিয়াম বাজেটের ভিতরেই আমরা লঞ্চ হতে দেখেছি। রেডমি কোম্পানিটি যে শুধু আগে মিডিয়াম বাজেটের ভিতরে স্মার্টফোন  রিলিজ করেছে এরকম বিষয়টি কিন্তু নয় বর্তমান সময়েও বাজারগুলোতে মিডিয়াম বাজেটের স্মার্টফোনগুলো একের পর এক ডিলিট করেই যাচ্ছে । রেডমি কোম্পানির কথা বলতে গেলে তাদের k সিরিজের কথা না বললেই নয় । যার হাত ধরে বর্তমান বিশ্ব মার্কেটে আরো একটি স্মার্ট বের করেছে আর সেই নতুন ফোনের মডেল কি হলো  Redmi k 6o Pro।5G পর্যন্ত নেটওয়ার্কিং সিস্টেম সাপোর্টেট পেয়ে যাব আমরা সকলে। তবে মিডিয়াম রেঞ্জের বাজেটের ভিতরে আমরা প্রায় মোটামুটি সকল স্মার্টফোনগুলোর ভিতরেই ‌‌5G নেটওয়ার্কিং সিস্টেম দেখতে পেয়ে থাকি। তবে রেডমি কোম্পানি কি তাদের গ্রাহকদের কে শুধু এই 5g নেটওয়ার্কিং সিস্টেমে অফার দিচ্ছে নাকি
আরো ভালো মানের কিছু অফার দিচ্ছে তা জানতে অবশ্যই চোখ রাখুন পুরো রিভিউ জুড়ে।


Redmi k 60  Bangla reviews | redmi k 60 ful bangla specification


বডি ডিজাইন 


এই মোবাইল ফোনটির ব্যাক সাইডে প্লাস্টিকের বদলে অ্যালুমিনিয়ামের ফ্রেম ব্যবহার করা হয়েছে এমনটা জানা গেছে রেডমি সংস্থা থেকে। তবে যাই হোক অ্যালুমিনিয়ামের  ফ্রেম থাকার কারণে মোবাইল ফোনটির ব্যাকসাইটি আরো চকচকে বলে মনে হতে পারে। তবে মোবাইল ফোনটির সম্পূর্ণ বডির ওজন হল
205 গ্রাম। যা আমাদের একটু ওজন বেশি বলে মনে হতে পারে তবে বেশ কিছুদিন মোবাইল ফোনটি ব্যবহারের ফলে আমরা মোবাইল ফোনটির ওজনের সাথে নিজেকে মানিয়ে নিতে সক্ষম হতে পারবো। তাছাড়া মোবাইল ফোনটি সম্পূর্ণ উচ্চতা হল 8.7 মিলিমিটার। যার ফলে আমরা বলতে পারি রেডমি কোম্পানি এই ডিভাইসটির বডি একটু বড়সড়ো টাইপের ব্যবহার করেছে। তবে মোবাইল ফোন কি উপরে সাইডে আমরা পেয়ে যাব আয়ার ব্লাস্টার , সেকেন্ডারি নয়েজ, এবং সেকেন্ডারি স্পিকার গ্রিল রয়েছে। আর নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো যে সিম কার্ড ট্রে স্লট যেখানে আমাদের দুটি সিমের অপশন রয়েছে,3.5 mm হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ সি পোর্ট চার্জিং সিস্টেমের জন্য। আরো একটি স্পিকার গ্রিল রয়েছে। আর ডান সাইডে আমরা দেখতে পাবো বরাবরের মতো নেই রেডমি কোম্পানি ভলিউম বাটন এবং পাওয়ার বাটন ব্যবহার করেছে এই ডিভাইসটির ভিতরে। তবে লেফট সাইটটা একবারে ক্লিন পরিষ্কারই লেভেল দেখতে পেয়েছি আমরা।

ডিসপ্লে এবং প্রফেসর


6.67 সাইজের একটি ডিসপ্লে ব্যবহার করেছি রেডমি কোম্পানি তাদের এই নিউ স্মার্টফোনটির ভিতরে। যেদিকে আমরা মোটামুটি মিডিয়াম সাইজের একটি ডিসপ্লে বলতে পারি খুব সহজেই আর যেটা মূলত OLED টাইপের ডিসপ্লে। তাছাড়া মোবাইল ফোনটির রিফ্রেশ রেটে আমরা পেয়ে যাব 120 HZ। যার কারণে এই স্মার্টফোনটি ব্যবহার করার সময় আমরা কালারের কোন অভাব চোখে দেখতে পাবো না। আরো আকর্ষণীয় বিষয় হলো মোবাইলটির ডিসপ্লেতে 1400 নিটস ব্রাইটনেস পেয়ে যাব। যার কারণে বলা যেতে পারে খুব সহজেই যেই স্মার্টফোনটি আমরা রোল থেকে শুরু করে ঘরের ভিতরে বাইরে সব জায়গায় ইজি ভাবে ব্যবহার করতে পারব তাতে আমরা কোন ব্রাইটনেসের ঘাটতি দেখতে পাবো না। যা একটি অসাধারণ দিক বলে মনে করা যায়।
1440 x 3200 pixels এ রেজুলেশন  ব্যবহার করেছে রেডমি কোম্পানিটি তাদের এই নিউ স্মার্টফোনটিতে। এই রেজুলেশন টিকে আমরা হাই বা উন্নত মান রেজুলেশন বলতে পারি। তাছাড়া মোবাইল ফোনটি কে রান করার জন্য অপারেটিং সিস্টেমে ব্যবহার করেছে Android 13 ভার্সন। তবে এইখানে আরো একটি সুবিধা জনক বিষয় হলো। আমাদের একটি আপডেট চলে আসবে সে আপডেটের মাধ্যমে আমরা এই মোবাইল ফোনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 14 ভাষণ পর্যন্ত নিতে সক্ষম হব।

ক্যামেরা এবং ব্যাটারি ফিচার

 

এই নতুন মোবাইল ফোনটি ভিতরে টোটাল চারটি ক্যামেরা সেট করেছে রেডমি কোম্পানিটি। তবে আমরা কে না চাই নিজের স্মার্টফোনের ক্যামেরা ফিচার-অসাধারন না হোক তো তাদের কথা মাথায় রেখে রেডমি এবার নিয়ে এলো যেখানে মেইন ক্যামেরা হিসেবে থাকছে 54 মেগাপিক্সেলের ক্যামেরার সেন্সর, 8 মেগাপিক্সেলের আলট্রা হোয়াইট সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেন্সর। অন্যটি  হল মোবাইল ফোনটি ডিসপ্লের উপরে থাকছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর। এটা কি আপনারা সকলে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারবেন । এটা বলা যেতে পারে যে এই মোবাইলের তোলা ছবিগুলো আমাদেরকে ভালো মানের অফার করেছে। তাছাড়া মোবাইল ফোনটি ভিডিও ধারণ ক্ষমতা সম্পন্ন রয়েছে 1080 সর্বোচ্চ পর্যন্ত। যেটা আমরা প্রায় মিডিয়াম বাজেটের স্মার্টফোনগুলোর ভিতরে দেখে থাকি। এবার চলে যাওয়া যাক ব্যাটারির বিচারের দিকে। আমাদের মাঝে অনেকেই রয়েছে যারা একটি উন্নতমানের ভালো ব্যাটারি ব্যাকআপের মোবাইল ফোন খুজতেছেন তাদের কথা মাথায় রেখে রেডমি এবার তাদের নিউ স্মার্টফোনটিতে  ব্যবহার করেছে 5,000 MAH পাওয়ারের  ক্যাপাসিটির  ব্যাটারি । যার সঙ্গে গ্রাহকদের দিচ্ছে 120 w এর চার্জিং সিস্টেম ক্যাবল। যার মাধ্যমে মোবাইল ফোনটি সম্পূর্ণ বা পরিপূর্ণ চার্জ হতে সময় নেবে প্রায় মাত্র 20 মিনিট সময়ের। যার মধ্যমে এটা বলা যেতে পারে যে রেডমি এর নিউ লঞ্চের স্মার্টফোনটির ক্যামেরা এবং ব্যাটারি ফিচারের দিকে আমাদের যেমন কেয়ার দিতে হবে না কারণ redmi কোম্পানি নিজেরাই একটু বেশি দিয়ে ফেলেছে এমনটা বলা যেতে পারে।

Redmi k 6o Pro বর্তমান কারেন্ট প্রাইস


রেডমি কোম্পানি এবার আমাদের সকলকে চমক দেখানোর জন্য এবার নিয়ে এলো একটি মোবাইল ফোনের ভিতরে পাঁচটি স্টোরেজ ভেরিয়েন্ট। যা হয়তো আপনাদের শুনতে একটু আশ্চর্যজনক বিষয় বলে মনে হতে পারে । তবে দেখে নেয়া যাক স্টোরেজের ভেরিয়েটগুলো 8 GB Ram / 128 GB Rom,8 GB Ram / 256 GB Rom,12GB Ram / 256 GB Rom,
12 GB Ram / 512 GB Rom,16 GB Ram / 512 GB Rom। যেখানে রিডমি কোম্পানি আমাদেরকে একাধিক স্টোরেজ পছন্দ করে বেছে ক্রয় করার অপশন দিয়েছে। তবে দেখে নেয়া যাক স্মার্টফোনটির প্রাইস  স্টোরে হিসেবে ভিন্ন ভিন্ন সেটা তো আমরা প্রায় সকলেই জানি আশা করা যায়। বর্তমান বাংলাদেশের বাজারে এই মোবাইল ফোনের স্টোরেজ গুলোর প্রাইস নির্ধারণ করা হয়েছে।

1. 8 GB Ram / 128 GB Rom=41,000 টাকা
2. 8 GB Ram /256 GB Rom=55,000 টাকা
3. 12 GB Ram /256 GB Rom =58,000 টাকা
4. 12 GB Ram /512GB Rom =64,900 টাকা
5. 16 GB Ram /512 GB Rom=70,000 টাকার আশেপাশে পেয়ে যাব আমরা।

আমার কাছে পার্সোনাল ভাবে  স্মার্টফোনটির পিচারগুলোর পারফরম্যান্স অনুযায়ী প্রাইস টা বরাবরের মতোই ঠিক রেখেছে রেডমি কোম্পানি এমনটা মনে হয়েছে তবে আপনাদের কাছে কি রকম লেগেছে এবং আপনারা কোন মডেলটি নীতে ইচ্ছুক তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন।

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads